পাতা:লালন-গীতিকা.djvu/২৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৮

লালন-গীতিকা

ও সে পাগল বিনে পাগলের কি

বোঝে মনের ব্যথা ॥

যা রে ছিদাম যা রে তুই ভাই

আমার হাল আর শুনে কাজ নাই,

অতি বিনয় ক’রে বলে লালন,

কানাই পদে রবে তা ॥

৩০২

তোরা আয় দেখে যা নূতন ভাব এনেছে গোরা ।

মুড়িয়ে মাথা গলে কেতা কটিতে কোপীন ধড়া ॥

গোরা হাসে র্কাদে ভাবের অন্ত নাই,

সদা দীন দরদী বলে ছাড়ে হাই,

জিজ্ঞাসিলে কয় না কথা

হয়েছে কি ধন-হারা ॥

গোরা শাল ছেড়ে কেীপীন পরেছে,

আপনি মেতে জগৎ মাতিয়েছে,

মরি হায় কি লীলে কলিকালে

বেদবিধি চমৎকার ॥

সত্য ত্রেতা দ্বাপর কলি হয়

গোরা তার মাঝে এক দিব্যযুগ দেখায় ;

অধীন লালন বলে, ভাবুক হ’লে

সে ভাব জানে তারা ॥

O ෆ ෆ কণর ভাবে শ্রাম নদেয় এলো । ও তার ব্রজের ভাবের কি অস্ত্রসার ছিল ৷