পাতা:লালন-গীতিকা.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سیSbجی লালন-গীতিকা ধন্ত রে ভারতী যিনি সোনার অঙ্গে দেয় কোপিনী শিখাইল হরির ধ্বনি করেতে করঙ্গ নিলে, ॥ ধন্ত পিতা বলি তারি ঠাকুর জগন্নাথ মিত্রী যার ঘরে গৌরাঙ্গ হরি মানুষ-রূপে জন্মাইলে ॥ ধন্য রে নদীয়াবাসী হেরিল গৌরাঙ্গ-শশী যে বলে সে জীব সন্ন্যাসী লালন কয় সে ফেরে প’ে HS (Q বলরে নিমাই বল আমারে । রাধা বলে অ-জাগরে কাদলি কেন ঘুমের ঘোরে ॥ সেই যে রাধার কি মহিমা দেবে দিতে নারে সীমা ধ্যানে যারে পায় না ব্ৰহ্মা কিরূপ জানলি সে রাধারে ॥ রাধে তোমার কি হয় নিমাই সত্য ক’রে বল গো আমায় এমন বালক সময় । এ বোল কে শিখালে তোরে ॥