পাতা:লালন-গীতিকা.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ད་ངེ་ཝེ ༠ লালন-গীতিক যখন ব্ৰজবাসী ছিল ব্রজের সব ভুলাইল সেই নাগর নদেয় এলো দেখনা রে কারে না ভোলাবে ॥ আপনি হয়ে কপট ভোলা ত্ৰিজগতের মন ছলা কে বোঝে তার লীলেখেলা বুঝতে গেলে সেই যে ভুলে যাবে তারে ছেলে বলে যে লোক-সকল সে পাগল তার বংশ পাগল লালন কয়, আমি এক পাগল গুরু ছেড়ে বেড়াই গৌর ভেবে ॥ రిన రి কে আজ কোপীন পরালে তোরে । তার কি দয়ামায়া কিছুই নাই অস্তরে ॥ এক পুত্র তুই রে নিমাই অভাগিনীর আর কেহ নাই কি দোষে আমায় ছেড়ে রে নিমাই ফকির হলি এমন বয়সে রে ॥ মনে ইহাই ছিল তোরি হ’বি রে পথের ভিখারী তবে কেন বিয়ে কল্লি পরের মেয়ে কেমন আজ আমি রাখবো ঘরে ত্যাজ্য করে মাতাপিত। কি ধর্ম আর ক’রবি কোথা