এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিকা ミ、R> মায়ের কথায় চল, কোপীন খুলে ফেল লালন কয়, যেরূপ যার মায়ে কয় রে ॥ |9:> এনেছে এক নবীন আইন নদীয়াতে । বেদ-পুরাণ সব দিচ্ছে তুষে সেই আইনের বিচার-মতে ॥ সাতবারে খেয়ে একবার খান নাই পূজা নাই পাপপুণ্য-জ্ঞান অাসাধ্যরে সাধ্য বিধান শিখাচ্ছে সব ঘাটে পথে ॥ না করে সে জেতের বিচার কেবল শুদ্ধ প্রেমের আচার সত্য মিথ্যা দেখে প্রচার সাঙ্গপাঙ্গ জাত অজাতে ॥ ভজ ঈশ্বরের চরণা তাই বলে সে বেদ মানে না লালন কয়, তার উপiপনা কর দেখি মন কি দোষ তাতে రిచ్చిన ও গৌরের প্রেম রাখিতে সামান্তে কি পারবি তোরা কুলশীল ত্যাগ করিয়ে হ’তে হবে জ্যাস্তে মরা।