পাতা:লালন-গীতিকা.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨8 লালন-গীতিকা আজ আমার গৌরপদে মন মজিল আর কিছু না লাগে ভালো সদায় মনের চিন্তা ঐ । আমার সর্বস্ব ধন ও চাদ গৌরাঙ্গ-ধন সেই ধন কিসে পাই গো তাই শুধাই ॥ যদি মরি গৌর-বিচ্ছেদ-বাণে গৌর-নাম শুনাইও কানে সর্বাঙ্গে লিখো নামের বই ॥ এই বর দে গো সবে আমি জন্মে জন্মে যেন এই গৌরপদে দাসী হই । বন পোড়ে তো সবাই দেখে মনের আগুন কেবা দেখে আমার রসরাজ চৈতন্ত্য বই। গোপীর এমনি দশা ওকি মরণ-দশ৷ অবোধ লালন রে তোর সে ভাব কই ॥ ৩২৬ যদি গৌরচাদকে পাই । গেল গেল এ ছার কুল আর তাতে ক্ষতি নাই ॥ জন্মিলে মরিতে হবে কুল কি কারে সঙ্গে যাবে মিছে কেবল তুদিন ভবে কুলের বড়াই ৷