পাতা:লালন-গীতিকা.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কি ছার কুলের গৌরব করি অকুলের কুল গৌরহরি ভব-তরঙ্গের তরী গৌর গোসাই ৷ ছিলাম কুলের কুলবালা স্বন্ধে নিলাম আঁচলা-ঝোলা লালন বলে, গৌর-বালা আর কারে ডরাই ॥ ৩২৭ কাজ কি আমার এ ছার কুলে। আমার গৌরচাদকে যদি মেলে ॥ মনচোরা সেই যে’ গোরা রায় অকুলের কূল জগৎময় রে ভোগের • আশায় যে* কুল তুষয় বিপদ ঘটিবে তার কপালে। কুলে কালি দিয়ে ভজিবো সই অস্তিম কালের বান্ধব যেই, ভব-বন্ধুজন কি ক’রবে তখন দীনবন্ধুর দয়া না হইলে ॥ কুল-গৌরবীণ লোক যারা, গুরু-গৌরব কি জানে তারা, যে ভাবের যে লাভ, জানা যাবে সব, লালন বলে, আখের হিসাব কালে ॥ ১ পাশরা ২ লব কুল ৩ সে ৪ বিবাদ ৫ কুল-গৈরবী