পাতা:লালন-গীতিকা.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২৬
লালন-গীতিকা

৩২৮

আমার মনচোরারে কোথা পাই।
কোথা যাই মন আজ কি যে বোঝাই॥
নিষ্কলঙ্ক ছিলাম ঘরে,
কিবা রূপ নয়নে হেরে
প্রাণ তো আমার ধৈর্য নাই॥
ও সে চাঁদ বটে মানুষ দেখে,
হ'লাম বেহুঁশ থেকে থেকে
আমার মনে পড়ে নাই॥
বিষম রোগে আমায় দংশিলে,
বিষ উঠলো সে ব্রহ্মমূলে,
কেমনেতে বিষ নামাই॥
ও বিষ গাঁটরি করা
না যায় হরা
কি করিবে এসে কবিরাজ গোসাঁই
মন বুঝে ধন দিতে পারে
কে আছে এই ভাব নগরে
কার কাছে এই প্রাণ জুড়াই॥
যদি গুরু দয়াময়
এ অনল নিভায়,
ফকির লালন বলে,
তাহার সেই কেবল উপায়॥

৩২৯

কি বলিস গো তোরা আজ আমারে।
চাঁদ গৌরাঙ্গ ভুজঙ্গ-ফণী দংশিল যার হৃদয়-মাঝারে