পাতা:লালন-গীতিকা.djvu/২৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক २३** প্রেম বিলালে যথাতথায় *, গেলেন প্রভু নিজ পুরে ॥ চার যুগের ভজন আদি, বেদেতে রাখিয়ে বিধি, বেদের নিগুঢ় রসপন্থী” সঁপে গেলেন স্ত্রীরূপেরে ॥ আর কি সেই অদ্বৈত গোসাই আনবে গোঁর এই নদীয়ায়, লালন বলে, সে দয়াময়ে কে জানিবে এ সংসারে ॥ (2 (تيارها আজ ব্ৰজপুরে কোন পথে যাই ও তাই বল রে স্বরূপ বল রে তাই । আমার সাথের সাথী আর কেহই নাই কোথা রাধে কোথা কৃষ্ণধন, কোথায় যে তার সব সখীগণ, আর কতদিন চলিলে সে চরণ পাই ॥ যার লেগে আজ মুড়িয়েছি মাথা, তারে পেলে যায় মনের ব্যথা, কি সাধনে সে চরণে পাবো ঠাই ॥ তোমরা যত স্বরূপগণেতে বর দে কৃষ্ণের চরণ পাই যাতে, লালন বলে, কৃষ্ণলীলের অস্ত নাই ॥ _ ১ যথণতথা ২ বেদেরো ৩ রসপাস্তি