পাতা:লালন-গীতিকা.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা •LLH কেন চাদের জন্ত চাদ কাদে রে । এই লীলের অস্ত পাইনে রে ॥ দেখে শুনে ভাবছি বসে মনে কই কারে ॥ আমরা দেখে ঐ গোরাচাদ, ধরবো বলে পেতেছি র্যাদ, আবার কোন চাদেতে এ চাদেরো মন হরে ॥ জীবেরো কি ভুল দিতে সবায় গৌরচাদ আর চাদের কথা কয় পাইনে এবার কি ভাব হয় উহার অস্তরে ॥ এ চাদে সে চাদ করে ভাবনা মন আমার আজ হ’লে দোটান। তাই বলছে লালন, প’লাম এখন কি ঘোরে ॥ \99(t ওগো রাই-সাগরে নামলো শু্যামরায় । তোরা ধর গো হরি ভেসে যায় ॥ রাই-প্রেমের তরঙ্গ ভারি, তাতে থাই দিতে কি পারবেন গো; হরি ছেড়ে রাজস্ব, প্রেমে ঔদাস্ত কৃষ্ণের চিস্তা কেঁত ওড়ে গায় ॥