পাতা:লালন-গীতিকা.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা “س میں، প্রভুর যে মত ঐ মত সার আর যত সব যায় ছারখার আমি তাইতে ঘুরি কিবা করি ব্রজের পথ না পাই সিধে ॥ অনেকে কয় অনেক মতে يطم ঐক্য হয় না মনের সাথে ও সে ব্ৰজতত্ত্ব পরম অর্থ, ফিরি তাই জানার আশে ॥ কামী থেকে নিষ্কামী কি হয় আজব একট। এও শুনা যায়, ও সে কি তার মর্ম কে মোরে কয়, লালন তাই ভাবে বসে ॥ v2NO:S ব্রজের সে প্রেমের মর্ম সবায় কি জানে । শু্যাম অঙ্গ গৌরাঙ্গ হল যে প্রেম সাধনে ॥ সামান্ত বিশ্বাস রতি মৃণাল চলে যুগল গাত বিশ্বাস সাধিতে বাদী হয় গো সামান্তে ॥ প্রেমময়ী কমলী রাই কমলাকাস্তের কামরূপ সদায় কামী প্রেমী সে তুজন হয় প্রেণয় কেমনে ॥ ২৩৩