পাতা:লালন-গীতিকা.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা কার্য দ্বারা জ্ঞান হয়েছে আমন চাদ নেবেছে ব্রজে, নইলে বিষম কালিদয় বিষের জ্বালায় বাচিত না ৷ যে ধন বাঞ্ছিত সদায় তোর ঘরে মা সে দয়াময় নইলে কি গো তার বাণী-স্বরে ধার ফেরে গঙ্গণ ৷ যেমন ছেলে গোপাল তোমার অমন ছেলে আর আছে কার, লালন বলে যে গোপালের অঙ্গে গোপাল হয় মা ৷ 98之 বল রে বলাই, তোদের ধরন কেমন হারে । তোরা বলিস চিরকাল ঈশ্বর এই গোপাল, মানিস কৈ রে ॥ বনে যেয়ে বনফল পাও, এ টো করে গোপালকে দেও, তোদের এ কেমন ধর্ম বলে সেই মর্ম আজ আমারে ॥ গোষ্ঠে গোপাল যে দুঃখ পায় কেঁদে কেঁদে বলে আমায়, তোরা ঈশ্বর বলিস যার স্বন্ধে চড়িস তার কোন বিচারে ॥