পাতা:লালন-গীতিকা.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক। ২৩৭ একদিন চরণ থেমেছিল তাইতে মন্দাকিনী হ’ল, পাপহরা সুশীতল সে মধুর চরণ দুখানি ॥ বিরিঞ্চি-বাঞ্ছিত সে ধন মানুষরূপে এই বৃন্দাবন জানে যত রসিক স্বজন সে কালার গুণ বাখানি ॥ দেবের তুর্লভ গোপাল ব্ৰহ্মা তার হরিল গোপাল লালন বলে, আবার গোপাল কীর্তি গোপাল ক’রলে শুনি ॥ vඵ8(z সকালে যাই ধেনু ল’য়ে । এ বনেতে ভয় আছে ভাই মা আমায় দিয়েছে ক’য়ে ॥ আজকার খেলা এই অবধি গোছা রে ভাই ধেনু আদি, প্রাণে বেঁচে থাক যদি কাল আবার খেলো আসিয়ে ॥ নিত্য নিত্য বন ছাড়ি সকালে যাইতাম বাড়ি, আজ আমাদের দেখে দেরি, মা আছে পথপানে চেয়ে ॥