পাতা:লালন-গীতিকা.djvu/২৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা ২৪১

দেবের দুর্লভ গোপাল

চেনে না যার ফেরে কপাল,

ওম। যে চরণ আশায় শ্মশানবাসী হয়

দেবের দেব শিব পঞ্চাননে ॥

একদিন যার ধেনু হ’রে,

নিলেন ব্রহ্মা পাতালপুরে,

তাইতে ব্ৰহ্মা তুষি হয়

সবায় জানতে পায়

তুমি জান না এই বৃন্দাবনে ॥


যোগীন্দ্র মণীন্দ্র আদি

যোগ সেধে না পায় যে নিধি,

সেই কৃষ্ণধন তোমার গোপাল

লালন বলে একি ঘোর এখানে ॥


৩৫১

দাড়া কানাই একবার দেখি ।

কে তোরে করিল বে-হাল হলি রে কোন দুখের ফুখী ॥

পরণে ছিল পীত ধড়া,

মাথায় ছিল মোহন চুড়া

সে বেশ হইলি ছাড়া

বে-হাল বেশ নিলি কোন সুখি ॥

ধেনু রাখতে মোদের সাথে

আবাই আবাই ধ্বনি দিতে

এখন এসে নদীয়াতে


হরির ধ্বনি দেও এ ভাব কি ॥