এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
રક્રીઝ লালন-গীতিকা লালন বলে, সে প্রেমেরি ধহস্য জগৎময় ৷ \రిJ9) সে ভাব সবাই কি জানে । যে ভাবে শ্রাম আছে বাধা গোপীর সনে ॥ গোপী বিনে জানে কেব৷ শুদ্ধরস অমৃত-সেবা গোপীর পাপপুণ্যের জ্ঞান থাকে না কৃষ্ণ-দরশনে ॥ গোপী অনুগত যার ব্রজের সে ভাব জানে তারা নিঃহেতু ভাব অধর ধর গোপীর মনে ॥ টলে জীব অটলে ঈশ্বর তাইতে কি হয় রসিক নাগর লালন বলে, রসিক বিভোর রসভিয়ানে ॥ ৩৬২ আমার মনের মানুষেরি সনে মিলন হবে কতদিনে ॥ চাতকো প্রায় অহর্নিশি চেয়ে আছি কালোশশী, হবো ব’লে চরণদাসী (ও) তা হয় না কপালগুণে ॥