পাতা:লালন-গীতিকা.djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক ૨૩° মেঘের বিহ্যৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ কালারে হারায়ে” তেমন ও রূপ হেরিয়ে দর্শনে ॥ যখন ঐ রূপ স্মরণ হয় থাকে না লোকলজ্জার ভয় ফকির” লালন বলে সদায়, (ও) প্রেম যে করে সেই জানে ॥ vరిJSO তারে কি আর ভুলতে পারি আমার এই মনে, ১ হারালেম দিয়েছি মন যে চরণে ॥ আমি যেদিকে ফিরি সেই দিকে হেরি ঐ রূপের মাধুরী দুই নয়নে। সবে বলে কালো কালো কালো নয় সে চাদের আলো সেই যে কালাচাদ নাই আর এমন চাদ যে চাদের তুলনা তাইরি সনে ॥ দেবের দেব শিব ভোলা তার গুরু ঐ চিকণ কালা তোরা বলিস চিরকাল তাইরি গো রাখাল কেমন রাখাল জানি গে বেদ-পুরাণে ॥ ২ স্বপনে ৩ অধীন