পাতা:লালন-গীতিকা.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা 令@ কুরীতি ছলনা, ব’লে তাই সত্য দেখি অন্ত ভাব না ৷ যদি মন দিলে রাধারে, তবে শু্যাম কুবুজারে স্পর্শ ক’রত না, এক মন কয় জায়গায় বেচে তাও ত জানলাম ন! ॥ চন্দ্রাবলীর সনে মত্ত কোন রসরঙ্গে ভেবে দেখ না, তেমনি অনস্ত ভ্রান্ত শু্যামের যায় জানা ॥ জানলে প্রেম গোকুলে নয় ত কেঁত গ’লে নদেয় অtসতো না, অধীন লালন কয় ক’রে এ বিবেচনা ॥ VLVG তোমরা আর আমায় কালার কথা ব’লো না । ঠেকে শিখলাম গো কালোরূপ আর হেরব ন! ॥ পরলাম কলঙ্কের হার তবু ত ও কালার মন তো পেলাম না ৷ যেমন রূপ কালে৷ তেমনি উহার মন কালো