পাতা:লালন-গীতিকা.djvu/২৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૮૨ লালন-গীতিকা প্রেমের কি এই শিক্ষে বেড়ায় ব্যঞ্জন চেখে লজ্জা গণে না । ঘূণায় ম’রে যাই, এমন প্রেম আর করবো না ৷ যেমন চন্দ্রাবলী তেমনি রাখাল আলি থাক সে দুই জনা সনে । লালন কয়, রাধার বোল সরে না ৷ إص ما (كا নারীর এত মান ভাল নয় ও রাই কিশোরী । যত সাধে শু্যাম, আরো মান বাড়াও ভারী ॥ ধন্ত তোর বুকের জোর কাদাও জগত ঈশ্বর ক’রে মান জারি, ইহার প্রতিশোধ দিবেন সে হরি ॥ তবে বুঝলাম দড় শু্যাম হতে মান বড় হ’লে তোমারি, থাকো থাকে। রাই দেখবে সব ভারিভুরি ॥ দেখেছে। কে কোথায় পুরুষকে নারীর পায় ধরায় কোন নারী, রাগে কয় বিন্দে লালন কি জানে তারি ॥