পাতা:লালন-গীতিকা.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wood 8 ডুবে দেখ দেখি মন কিরূপ লীলেময়। যারে আকাশ পাতাল খুজি এই দেহে সে রয় ॥ শুনতে পাই চার কারের আগে সাই আশ্রয় করেছিল রাগে এবে সে অটল রূপ ঢাকে মানুষ-রূপ লীলে জগতে দেখায় ॥ নামে আলেক লুকায় যেমন মানুষে সাই আছে তেমন তা নৈলে কি সব নূরী স্তোন আদম তোলে ছেজদ ছালাম করায় ॥ আহাদে আহামদ হ’লে অাদমে সে জনম নিল লালন মহাঘোরে প’ল সিরাজ সাই কয়, লীলের অস্ত না পাওয়ায় ©ዓ¢ রাখলে সাই কূপজল ক’রে আন্দেলা পুকুরে ॥ হবে সজল বরষা রেখেছি সেই ভরসা আমার এই দশ। যাবে কতদিন পরে । এবার যদি না পাই চরণ আবার কি পড়ি ফেরে ॥