এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৬১
অপরূপ সেই বেদ দেখি
পাঠক তার অষ্ট সখী
ষড়তত্ত্বে অনুরাগী
সে জেনেছে॥
ভক্তি রাগ নাহি করো
ভক্তি-পদ শিরে ধরো
শক্তি-সার তন্ত্র পড়ো
ঘোর যায় ঘুচে॥
সাঁইর ভজন-হেতু শূন্য
ঐ বেদে করি পন্ন
লালন কয়, ধন্য ধন্য
যে তাই খোঁজে॥
৩৭৭
কে বুঝিতে পারে আমার সাঁইর কুদরতি
অগাধো জলেরো মাঝে জ্বলছে বাতি॥
অনলে জল উষ্ণ হয় না
জলেতে অনল নেভে না
এমনি সে কুদরত কারখানা
দিবরাতি॥
বিনে কাষ্ঠে অনল জ্বলে
জল রয়েছে বিনে স্থলে
আখের হবে জল-অনলে
প্রলয় অতি।
জলে যেদিন ছাড়বে হুঙ্কার
ডুবে যাবে আগুনের ঘর