পাতা:লালন-গীতিকা.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬৩
লালন-গীতিকা
২৬৩

ভাবিতে দিন আখের হ'লো
ষোল আনা বাকি প’লো
কি আলস্য ঘিরে এলো
দেখলিনে খুলে আঁখি॥
নিষ্কামী নির্বিচার হ'লে
জ্যান্তে মরে যোগ সাধিলে
তবে খাতায় উসুল পাবে
জেনে উপায় কৈ দেখি॥
শুদ্ধ মনে সকলই হয়
তাও ত এবার জোটে না তোমায়
লালন বলে, করবি হায় হায়
ছেড়ে গেলে প্রাণ-পাখি॥

৩৮০

আছে ভাবের তালা সেই ঘরে।
যে ঘরে সাঁই বাস করে॥
ভাব দিয়ে খোল ভাবের তালা
দেখবি সে মানুষের খেলা
ঘুচে যাবে শমন-জ্বালা
থাকলে সে রূপ নেহারে॥
ভাবের ঘরে কি মূরতি
ভাবের লণ্ঠন ভাবের বাতি
ভাবের বিভাব হয়েক রতি
অমনি সে রূপ যায় স’রে॥
ভাব নইলে ভক্তিতে কি হয়
ভেবে বুঝে দেখনা এবার মনুরায়,