পাতা:লালন-গীতিকা.djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬৪
লালন-গীতিকা

যার যে ভাব সে দেখিতে পায়
লালন কয় বিনয় ক'রে॥

৩৮১

একবার চাঁদ-বদনে বল রে সাঁই।
বান্দার এক দমের ভরসা নাই॥
কি হিন্দু কি যোবানের বালা
পথের পণ্ডিত চিনে ধরো এইবেলা
পিছে কাল-শমন আছে সর্বক্ষণ
কোন্‌দিন বিপদ ঘটাবে ভাই॥
আমার বিষয় আমার বাড়িঘর—
সদাই এই রবে দিন গেল রে আমার
বিষয়-বিষ খাবা, সে ধন হারাবা
শেষে কাঁদলে কে আর শুনবে তাই॥
নিকটে থাকিতে রে সে ধন
বিষয়-চঞ্চলাতে খুঁজলিনে এখন
অধীন লালন কয়, সে ধন কোথা রয়
আখেরে খালি হাতে সবাই যায়॥

৩৮২

যে আমায় পাঠালে এহি ভাব-নগরে।
মনের আঁধার-হরা চাঁদ, সেই যে দয়ালচাঁদ,
আর কত দিনে দেখবো তারে॥