এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ও সে ও সে व्नांछन्न-औष्ठिक ২৬৭ দেহ-মন-ধন দিতে হয়— সে-ও ধন তারি, আমার তো নয়, আমি মুটে মোট চালাই। আবার ভেবে দেখি আমি বা কি ওগো, তা ও তো আমার হিসাব নাই ॥ পাগলা বেটার পাগল খিজি নয় সামান্ত ধনে রাজি - কোন ভাবে কোন ভাব মিশাই ॥ পাগলার ভাব না জেনে যদি যায় শ্মশানে পাগল হয় কি অঙ্গে মাখলে ছাই ॥ পাগল ভেবে পাগল হইলাম সেই পাগলে কই স্মরণ হইলাম আপন পর তো ভুলি নাই । অধীন লালন বলে, আপনার আপনি ভুলে ঘটে প্রেম, পাগলের এমনি বাই ॥ ○ケQ দেখলাম এ সংসার ভোজবাজীর প্রকার দেখতে দেখতে ওমনি কেবা কোথা যায় । মিছে এ ঘরবাড়ি মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায় ॥ কৃতিকর্মার কৃতি কে বুঝতে পারে সে বা জীবকে ল’য়ে কোথা ধরে,