পাতা:লালন-গীতিকা.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিক علاوه چ সে কথা আর শুধাবো কারে ও তার নিগুঢ় তত্ত্ব অর্থ কে বলবে আমায়। যে করে এই লীলে তারে চিনলাম না আমি আমি বলি আমি কোন জনা মরি রে কি আজব কারখানা এবার শুনে পড়ে কিছুই ঠাওর নাহি হয় ॥ ভয় ঘোচে না আমার দিব-রজনী কার সাথে কোন দেশে যাবো না জানি সিরাজ সাই কয়, বিষম কার গণি এবার পাগল হয় রে লালন যে তাই জানতে চায় ॥ ○ケ○ পাপধর্ম যদি পূর্বে লেখা যায়। করমের লিখিত কাজ করিলে দোষগুণ তার কি হয় ॥ শোণিতে পাই স্বাদ সোমেস কার পূর্বে থাকলে পরে হয় তার পূর্বে নাই হ’লো না এবার আর কি তার আশায় ॥ বাদশার আজ্ঞায় দিলে ফাসি ফাসিদার তো হয় না দোষী জীবেরো পাপ করিয়ে কি সাই তার নরক দেয় ॥ কর্মের দোষ কি কাজকে দোষাই কোন কথাতে গিরে দেই ভাই লালন বলে, আমার বোধ নাই শুনলে কিবা হয়।