পাতা:লালন-গীতিকা.djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬৯
লালন-গীতিকা
২৬৯

৩৮৭

মানুষ অবিশ্বাসে পাইনে রে সে মানুষ-নিধি।
এই মানুষে মিলতো মানুষ চিনিতাম যদি॥
অধর চাঁদের যতই খেলা
সর্ব উত্তম মানুষ-লীলা
না বুঝে মন হ'লি ভোলা
মানুষ বিরদি॥
যে অঙ্গের অবয়ব মানুষ
জানো না রে মন বেহুঁশ
মানুষ ছাড়া নয় সে মানুষ
অনাদির আদি॥
দেখে মানুষ চিনলাম না রে
চিরদিন মাথারো ঘোরে
লালন বলে, এ দিন পরে
কি হবে গতি॥

৩৮৮

আর কি বসবো এমন সাধ-বাজারে।
জানি কোন্‌ সময়ে কি দশা হয় আমারে॥
সাধুর বাজার কি আনন্দময়
যেমন অমাবস্যায় পূর্ণচন্দ্র উদয়,
ভক্তি-নয়ন যার সে চাঁদ দৃষ্ট তার
ভব-বন্ধন-জ্বালা যায় গো দূরে॥
দেবেরো দুর্লভ পদ সে
সাধু নাম যার সত্যে ভাসে
পতিতপাবনী গঙ্গা জননী
সাধুর চরণ সেও তো বাঞ্ছা করে॥