পাতা:লালন-গীতিকা.djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭০
লালন-গীতিকা

দাসের দাস তার দাস যোগ্য নয়
কিবা পুণ্যেতে এলাম এই সাধ-সভায়
লালন কয়, আমার ভক্তিশূন্য কায়
আবার বুঝি পড়ি কদাচারে॥

৩৮৯

ভাবের উদয় যেদিন হবে।
সেদিন হৃদ্‌-কমলে রূপ ঝলক দিবে॥
শতদল সহস্রদল
এক রূপে করেছে আলো
সে রূপে যে নয়ন দিল
মহাকাল শমন তার কি করিবে॥
ভাবশূন্য হইলে হৃদয়
বেদ পড়িলে কি ফল দেয়
ভাবের ভাবে থাকলে সদায়
গুপ্ত ব্যক্ত সব জানা যাবে॥
অ-দৃষ্ট সাধনা করা
যেমন আঁধার ঘরে সর্প ধরা
লালন বলে, ভাবুক যারা
ভাবের বাতি জ্বেলে সে চরণ পাবে॥

৩৯০

সাধ্য কি রে আমার সে রূপ চিনিতে।
অহর্নিশি মায়া-ঠুসি জ্ঞান-চক্ষেতে॥
ঘরের ঈশান কোণে হামেশ ঘোড়ি
সে-ই নড়ে কি আমি নড়ি