পাতা:লালন-গীতিকা.djvu/৩০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৭১

আমি আমায় হাতড়া পাড়ি
পাইনে দেখিতে॥
আমি আর সে অচিন একজন
এক জায়গাতে থাকি দুজন
ফাঁকে দেখি লক্ষ যোজন
চাইলে ধরিতে॥
ধুড়ে হদ্দ মেনে আছি
এখন বসে খেদাই মাছি
লালন বলে, মরে বাঁচি
কোন্‌ কাজেতে॥

৩৯১

মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি॥
দ্বি-দলের মৃণালে
সোনার মানুষ উজ্জ্বলে
মানুষ-গুরু কৃপা হ’লে
জানতে পাবি॥
এই মানুষে মানুষ গাথা
দেখ্‌না যেমন আলেক লতা
জেনে শুনে মুড়াও মাথা
জাতে তরবি॥
মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যকার
লালন বলে, মানুষ-আকার
ভজলে তরবি॥