এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭২
লালন-গীতিকা
৩৯২
ম’লে গুরু-প্রাপ্ত হবে সে ত কথারি কথা।
জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা॥
সে বা মূল করণ তারি
না পেয়ে কার সেবা করি
আন্দাজে হাতড়িয়ে ফিরি
কথায় লতাপাতা॥
সাধন জোরে এ ভবে যার
সে রূপ চক্ষে হবে নেহার
তারই বটে সেরূপ আকার
মেলে যথা তথা॥
ভজে পাই কি পেয়ে ভজি
কি ভজনে হয় সে রাজী
সিরাজ সাঁই কয়, কি আন্দাজী
লালন নাড়ায় মাথা॥
৩৯৩
কি হবে আমারো গতি।
কতই জেনে কতই শুনে ঠিক পড়ে না কোন্ প্রীতি॥
মুচির কেটোয় গঙ্গা র’লো
কলার ডগা সর্প হ’লো
সকলি ভক্তির বলো
আমার নাই কোন বল-শক্তি॥
যাত্রা-ভঙ্গ যার সনে
সে হি বনের হনুমানে
নিষ্ঠাগুণ রাম-চরণে
সাধুর খাতায় তার শুক-খ্যাতি॥