পাতা:লালন-গীতিকা.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭৪
লালন-গীতিকা

গুরু যারে সদয় হয় এ সংসারে
লোভে সঙ্গ দিয়ে সেই যাবে সেরে
আঘাটায় আজ মরণ আমারে
জানলাম না রে গুরুর করণ কি ধারা॥
মহতে কয়, পূর্বে থাকলে সুকৃতি
দেখতে শুনতে গুরুর পদে হয় রতি
সে পুণ্য মোর থাকিত যদি
তবে কি রে হইতাম এমন পামরা॥
সময় ছাড়িয়ে জানিলাম এখন
গুরুর কৃপা নইলে বৃথা সে জীবন
বিনয় ক'রে কয় অধীন লালন,
মন রে, আর কি আমি এবার পাবো কিনারা॥

৩৯৬

কুলের বৌ ছিলাম বাড়ি, হ’লাম নাড়ি নাড়ার সাথে।
কুলের আচার কুলের বিচার আর কি ভুলি সেই ভোলাতে॥
ভাবের নাড়ি ভাবের নাড়া
দলনা সালাম জগতজোড়া
করণ তার উল্টা দাড়া
বিধির কাড়া কাটবে যাতে॥
হয়েছি নাড়ার নাড়ি
পরনে পরেছি ধড়ি
দিব না আচাই কড়ি
বেড়াবো চৈতন্য-পথে॥
আসতে নাড়া যেতে নাড়া
এ কেবল ঘোড়া জোড়া