পাতা:লালন-গীতিকা.djvu/৩১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭৫
লালন-গীতিকা
২৭৫

লালন কয়, আগাগোড়া
জানি এ মাথা হয় ঘুরাতে।

৩৯৭

বাকির কাগজ গেল হুজুরে।
কখন জানি আসবে শমন সন্তোষপুরে॥
যখন ভিটেয় হও বসতি
দিয়েছিলে খোস কবুলতি
হরদমে নাম রেখো বসতি
এখন ভুলেছো তারে॥
আইন-মাফিক নিরিখ দে না
তাতে কেনে ইতরপানা
যাবে রে মন যাবে জানা
জানা যাবে আখেরে॥
সুখ পেলে হও সুখে ভোলা
দুখ পেলে হও দুখ-উতলা
লালন কয়, সাধনের খেলা
কিসে জুত ধরে॥

৩৯৮

ও তোর ঠিকের ঘরে ভুল পড়েছে মন।
কিসে চিনবি রে মানুষ-রতন॥
আপন খবর নাই আপনারে
বেড়াও পরের খবর করে
মন রে, আপনারে চিনিলে পরে
পরকে চেনা যায় তখন॥