পাতা:লালন-গীতিকা.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭৬
লালন-গীতিকা

ছিলি কোথা, এলি কোথা
স্মরণ কিছু হ’লনা তা
মন রে, কি বুঝে মুড়ালি মাথা
পথের নাহি অন্য জন॥
যার সাথে এই দেশে এলি
তারে আজ কোথায় হারালি
দরবেশ সিরাজ সাঁই কয়, পেট সাকালি
তাই লয়ে পাগল লালন॥

৩৯৯

দিনে দিনে হ’ল আমার দিন আখেরি।
আমি ছিলাম কোথায় এলাম কোথা
আবার যাবো কোথায় সদায় ভেবে মরি॥
বসত করি দিবারাতে
ষোল জন বোম্বেটের সাথে
আমায় যেতে দেয় না সরল পথে
আমায় কাজে কাজে করে দাগাদারি॥
বাল্যকাল খেলায় গেল
যুবকাল কলঙ্ক হ’ল
আবার বৃদ্ধকাল সামনে এল
মহাকালে করলে অধিকারী॥
যে আশায় ভবে আসা
তাতে হ'ল ভগ্নদশা
লালন বলে, হায় কি দশা
আমার উজাইতে ভেটেন প'ল তরী॥