পাতা:লালন-গীতিকা.djvu/৩১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৭৮
লালন-গীতিকা

৪০১

ক্ষম[১] অপরাধ, ওহে দীননাথ কেশে ধ’রে আমায়
লাগাও কিনারে।
তুমি হেলায় যা করো তাই করতে পারো
তোমা বিনে পাপীর তারণ কে করে॥
না বুঝে পাপ-সাগরে ডুবে খাবি খাই,
শেষকালে তোমার দিলাম গো দোহাই,
এবার আমায় যদি না তরাও গো সাঁই,
তোমার দয়াল নামের দোষ রবে সংসারে॥
শুনতে পাই পরম পিতা গো তুমি,
অতি অবোধ বালক আমি,
যদি ভজন ভুলে কুপথে ভ্রমি,
তবে দেও না কেনে সুপথ স্মরণ ক’রে॥
পতিতকে তরাতে পতিতপাবন নাম
তাই ত তোমায় ডাকি গুণধাম
তুমি আমার বেলায় কেনে হইলে বাম
আমি আর কতদিন ভাসবো দুখের পাথারে॥
অথাই তরঙ্গে আতঙ্কে মরি
কোথা হে অপারের কাণ্ডারী
অধীন লালন বলে, তরাও হে তরি,
নামের মহিমা জানাও ভবসংসারে॥

৪০২

পার করো দয়াল, আমায় কেশে ধরে।
পড়েছি এবার আমি ঘোর সাগরে॥

  1. খেম (খাতার পাঠ)