পাতা:লালন-গীতিকা.djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৭৯

মন-তরী ছয়জন সদায়
অবশেষে কুকাণ্ড বাধায়
ডুবালো ঘাটায় ঘাটায়
আজ আমারে॥
ভব-তরঙ্গেতে আমি
ডুবে হ’লাম পাতালগামী,
অপারের কাণ্ডারী তুমি
লও কিনারে॥
আমি কার, কেবা আমার
বুঝে বুঝলাম না এবার;
অসারকে ভাবিয়ে সার
প’লাম ফেরে॥
হারিয়ে সকল উপায়
শেষে তোর দিলাম দোহাই
লালন কয়, দয়াল নাম সাঁই
জানবো ত'রে॥

৪০৩

এসো হে অপারের কাণ্ডারী।
আমি পড়েছি অতল পাথারে দেও আমায় চরণ-তরী॥
প্রাপ্ত-পথ ভুলে হে এবার
ভব-রোগে জ্বলবো কত আর
তুমি নিজ গুণে শ্রীচরণ দেও
তবে তল পেতে পারি॥