পাতা:লালন-গীতিকা.djvu/৩১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৮১



৪০৫

পার করো হে দয়ালচাঁদ আমারে।
ক্ষম[১] হে অপরাধ আমার এ ভব-কারাগারে॥
পাপী অধম জীব তোমার
না যদি করো হে পার
দয়া প্রকাশ ক’রে।
পতিত-পাবন পতিত-নাশা ব’লবে কে আজ তোমারে॥
না হ’লে তোমার কৃপা
সাধন সিদ্ধি কোথা বা
কে করিতে পারে।
আমি পাপী তাইতে ডাকি, ভক্তি দেও মোর অন্তরে॥
জলে স্থলে সব জায়গায়
তোমারি সব কৃতিময়
ত্রিবিধ সংসারে।
না বুঝিয়ে অবোধ লালন প'লো বিষম ঘোরতরে॥

৪০৬

কোথা রইলে হে ও দয়াল কাণ্ডারী।
এ ভব-তরঙ্গে আমায় দেও হে চরণ-তরী॥
পাপীকে করিতে তারণ
নাম ধরেছো পতিতপাবন
সেই ভরসায় আছি যেমন
চাতক মেঘ নেহারি

  1. খেম (খাতার পাঠ)