এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৮২
লালন-গীতিকা
যতই করি অপরাধ
তথাপি হে তুমি নাথ
মারিলে মরি।
নিতান্ত বাঁচাও বাঁচিতে পারি॥
সকলিকে নিলে পারে,
আমায় তো চাইলে না ফিরে,
লালন কয়, এ সংসারে তোর কি আমি এতই ভারী॥
৪০৭
এমন সৌভাগ্য আমার কবে হবে।
দয়ালচাঁদ আসিয়ে আমায় পার করিবে॥
আমার সাধনের বল কিছুই নাই
কেমনে সে পারে যাই
কূলে বসে দিচ্ছি দোহাই
অ-পার ভেবে॥
পতিতপাবন নামটি তার
তাই শুনে বল হয় আমার,
আবার ভাবি, এ পাপী আর
সে কি নিবে॥
গুরুপদে ভক্তিহীন
হ'য়ে রৈলাম চিরদিন
লালন বলে, কি করিতে
এলাম ভবে॥
৪০৮
আর কি হবে এমন জনম বসবো সাধুর মেলে।
হেলায় হেলায় দিন বয়ে যায় ঘিরে এলো কালে॥