এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
লালন-গীতিক
মানব-জনমের আশায় কত দেব-দেবতা বঞ্চিত হয় হেন জনম দীন দয়াময়
দিচ্ছে কোন ফলে ॥ কত কত লক্ষ যোনী ভ্রমণ করেছ তুমি মানস-দলে মন রে তুমি
এসে কি করিলে ॥
ভুলনা রে মন-রসন সমঝে করে বেচাকেন। লালন বলে, কুল পাব না
এবার ঠকে গেলে ॥
8 a S
জগত শক্তিতে ভোলালে সাই । ভক্তি দেও হে যাতে চরণ পাই ॥
রাঙা চরণ দেখবো বলে বাঞ্ছা সদায় হৃদ-কমলে তোমার নামের মিঠায় মন মজেছে
রূপ কেমন তাই দেখতে চাই ॥ ভক্তি-পথ বঞ্চিত ক’রে শক্তি-পথ দিচছ তারে, যাতে জীব ব্রহ্মাণ্ডে ঘোরে,
কাণ্ড তোমার দেখি তাই ॥
চরণের যোগ্য মন নয়, তথাপি মন ঐ চরণ চায়
રક્ત ૭