পাতা:লালন-গীতিকা.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**8 লালন-গীতিকা অধীন লালন বলে, হে দয়াময় দয়া করো আজ আমায় ॥ 8. У о মনের মনে হ’ল না একদিনে । আমি আছি কোথায় যাবো কোথায় কার সনে ॥ আমার বাড়ি আমারি ঘর বলা কেবল ঝকমারি সার পলকে সব হবে সংহার কোনদিনে ॥ পাকা দালান-কোঠা দিব মহাসুখে বাস করিব মনে ভাবলাম না যে কখন যাব শ্মশানে ॥ কি করিতে কিবা করি পাপে বোঝাই হইল তরী লালন কয়, তরঙ্গ ভারী সামনে ॥ 8 > > গোর্সাই, আমার দিন কি যাবে এই হালে, আমি পড়ে আছি জঙ্গলে । কত অধম পাপী তাপী অবহেলে তারিলে ॥ জগাই মাধাই ফুটি ভাই কান্দা ফেলে মারলে গায় তারে তো নিলে ।