পাতা:লালন-গীতিকা.djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રમ્ન লালন-গীতিকা সিরাজ সাই কয়, লালন তোমার জ্ঞান নাই রে ט\ צ8 দয়াল নিতাই কারে ফেলে যাবে না, চরণ ছেড়েী না রে ছেড়ে না ॥ দৃঢ় বিশ্বাস করি এমন ধরে নিতাইচাদের চরণ, এবার পার হবি পার হবি তুফান অ-পারে কেউ থাকবে না ॥ হরির নাম-তরণী ল’য়ে ফিরছে নিতাই নেয়ে হ’য়ে, এমন দয়ালচাদকে পেয়ে শরণ কেনে নিলে না ৷ কলির জীবকে হ’য়ে সদয় পারে যেতে ডাকছে নিতাই, অধীন লালন বলে, মন চলে যাই এমন দয়াল মিলবে না ॥ 8〉? পারে ল’য়ে যাও অামায় । অ-পার হ’য়ে বসে আছি ওহে দয়াময় ॥ আমি একা রৈলাম ঘাটে ভানু সে বসিল পাটে তোমা বিনে ঘোর সঙ্কটে না দেখি উপায় ॥