এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
A GH লালন-গীতিকা নাই আমার ভজন সাধন চিরদিন বিপথে গমন নাম শুনেছি পতিতপাবন তাইতে দেই দোহাই ॥ অগতির না দিলে গতি ও নামে রহিবে ক্ষতি লালন কয়, অধমের পতি কে বলবে তোমায় ॥ 8>br সকলি কপালে করে । কপালের নাম গোপালচন্দ্র কপালের নাম গুয়ে-গোবরে ॥ যদি থাকে এই কপালে রত্ন এনে দেয় গোপালে, কপাল বিমতি হইলে দূর্ববনে বাঘে মারে। কেউ রাজা কেউ হয় ভিখারী, কপালের ফের সবারি, মনের ফেরে বুঝতে নারি, খেটে মরি অন্ধকারে ॥ যার যেমন মনের করুণা তেমনি ফল পেয়েছে সে না, লালন বলে, ভাবলে হয় না, বিধির কলম আর কি ফেরে ॥ ૨/*