পাতা:লালন-গীতিকা.djvu/৩২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RSతి লালন-গীতিকা 8) సి চিরদিন দুখেরো অনলে প্রাণ জ্বলছে আমার । আমি আর কত দিন জানি অবোলা রে প্রাণী এ জ্বলনে জ্বলবো ওহে দয়াময় ॥ দাসী ম’লে ক্ষেতি নয় যাই হে মরে যাই, দয়াল নামের দোষ রবে হে গোসাই, আমায় দেও হে দুখ যদি তবু তোমায় সাধি তোমা বিনে দোহাই আর দিব কার ॥ ও মেঘ, হইয়ে উদয় লুকালে কোথায় প্রবশীর প্রাণ গেল প্রবশায় আমার কি দোষের ফলে এ দশা ঘটালে তুমি চাও হে নাথ ফিরে চাও একবার। আমি উড়ি হাওয়ায়, তোমার হাত, তুমি না তরালে কে তরায় নাথ আমার ক্ষম অপরাধ, দেও হে শীতল পদ লালন বলে, প্রাণে সয় না রে আর ॥ 8२० যে যা ভাবে সেইরূপ সে হয় । রাম রহিম করিম কালা এক আল্লা জগতময় ॥ করলে সাই সহিত খোদা আপন জবানে কয় । এক তাজার নাই রে বিচার পড়িয়ে সে গোল বাধায় ॥