পাতা:লালন-গীতিকা.djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা ఇషా :) আকার সাকার নয় নরেকার একে অনস্ত উদয় । নির্জন ঘরে রূপ নেহারে এক বিনে কি দেখা যায় ॥ একে নেহার দেও মন আমার ছাড়িয়ে রে তুখোদয় । লালন বলে এক রূপ খেলে ঘটে পটে সব জা(য়)গায় ॥ 8ミ> ভুলবো না ভুলবো না বলি কাজের বেলা ঠিক থাকে না । আমি বলি ভুলবে না রে স্বভাবে ছাড়ে না মোরে কটাক্ষে মন পাগল করে দিব্যজ্ঞান দিয়ে হানা ॥ সঙ্গগুণে রঙ্গ ধরে জানিলাম কাজ-অনুসারে অসৎ সঙ্গে সম্বন্ধ জুড়ে সুমতি মোর গেল ছেড়ে খাবি খেলাম আপায় পড়ে এ লজ্জা ধুলেও তো যায় না ৷ যে চোরের দায়ে দেশাস্তরী সে চোর দেখি সঙ্গধারী মদন রাজার ডঙ্কা ভারী কাম-জ্বালা দেয় সস্তোষপুরী ভুলে যায় মোর মন-কাণ্ডারী কি করিবে গুনরি জোন ॥