পাতা:লালন-গীতিকা.djvu/৩৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা 339 নামটি লা-শরিকাল্লা সবার শরিক সেই একেলা আপনি তরঙ্গ আপনি ভেল। আপনি খাবি খায় ডুবে ॥ ত্ৰিজগতে যে রায় রাঙ্গণ তার দেখি ঘরখানি ভাঙ্গণ হায়, কি মজার আজব-রঙা দেখায় ধনি কোন ভাবে ॥ আপনি চোরা আপন বাড়ি আপনি সে লয় আপন বেড়ি লালন বলে, এ নাচাড়ি কেনে থাকি চুপচাপে ॥ 88 মন কি তুই ভেড়য়া বাঙ্গাল জ্ঞান-ছাড়া । সদরের সাজ করছে। সদায় পাছ বাড়িতে নাই বেড়া ॥ কোথা বস্তু কোথা রে মন চৌকি পাড়া দেও হামেশ কোন কাজ দেখি পাগলের সমান, কথায় যেমন কাট কাড়া ॥ কোন কোণায় কি হচ্ছে ঘরে এক দিন তো দেখলি না রে পৈতৃক ধন গেল চোরে, হলি রে তুই কোকতারা ॥