এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৯৪
লালন-গীতিকা
পাছ বাড়ি আঁটনা কয়ে
ঘর-চোরারে চিনে ধরো
লালন বলে, নইলে তোরও
থাকবে না মন এককড়া॥
৪২৫
মন আমার, কি ছার গৌরব ক'রছো ভবে।
দেখনা রে সব হাওয়ার খেলা
বন্ধ হইতে দেরী কি হবে॥
থেকতে হাওয়া হাওয়া-খানা
মওলা ব'লে ডাক রসনা
মহাকাল বসেছে রানায়
কখন জানি কু ঘটাবে॥
বন্ধ হইলে এ হাওয়াটি
মাটির দেহ হবে মাটি
দেখে শুনে হওনা খাঁটি
কে তোরে কতই বুঝাবে॥
ভবে আসার অগ্রে তখন
বলেছিলে করবো সাধন
লালন বলে, সে কথা মন
ভুলেছো এই ভবের লোভে॥
৪২৬
ও মন, কে তোমারো যাবে সাথে।
কোথা রবে ভাই বন্ধু সব
পড়বি যেদিন কালের হাতে॥