এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৯৫
যে আশার আশায় আসা
হ’ল না তার রতিমাষা
ঘটালি রে কি দুর্দশা
কুসঙ্গে কুরঙ্গে মেতে॥
নিকাশের দায় ক'রে খাড়া
মারিবে আতসের কোড়া
সোজা ক'রবে বেঁকা তেড়া
জোর জবর খেটবে না তাতে॥
যারে ধরে পাবি নিস্তার
তারে সদায় ভাবিলে পর
সিরাজ সাঁই কয়, লালন তোমার
মারে ভবের কুটুম মিতে॥
৪২৭
কাল কাটালি কালের বশে।
এবার যৈবোন কাল কামে চিত্ত কাল
মন রে, কোন্ কালে আর হবে দিশে॥
যৈবোন কালের কালে রঙ্গে দিলি মন
দিনের দিন হারালি পিতৃধন
গেল রবির জোর, আঁখি হ’লো ঘোর
কোনদিন ঘিরবে মহাকাল এসে॥
যাদের সঙ্গে রঙ্গে র’লি চিরকাল
কালাকালে তারাই হবে কাল
মন রে, জান না কার কি গুণপনা
ধনীর ধন গেল সব রিপুর বশে॥