পাতা:লালন-গীতিকা.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৯৬
লালন-গীতিকা

বাদী ভেদী বিবাদী সদায়
সাধন সিদ্ধি করিতে না দেয়
লাটের গুরু হয় নালোষ মহাশয়
ডুরি দেও রে লালন লালসা-রসে॥

৪২৮

চিরকাল জল ঘেঁচে,
আমার জল ছাড়ে না এ ভাঙ্গা নায়॥
এক মালা জল ছেঁচতে গেলে
তিন মালা জোগায় তেতালায়॥
ছুতোর বেটার কারসাজিতে
জনম-তরীর সাধ মারা নয়॥
তরীর আশেপাশে কষ্ট সরল
মেজেল কাঠ গড়ে চেতনায়॥
আগায় মোর মন সর্বক্ষণ
বসে বসে চোকোম খেলায়।
আবার আমার দশা তলা-ফাঁসা
জল হেঁচা সার গুদড়ি গলায়॥
মহাজনের অমূল্য ধন
মারা গেল ডাকনি জোলায়।
ফকির লালন বলে, মোর কপালে
কি হবে নিকাশের বেলায়॥

৪২৯

আগে জান না ওমুরায় বাজী হারিলে তখন,
লজ্জায় মরণ।
শেষে আর মিছে কান্দিলে কি হয়॥