পাতা:লালন-গীতিকা.djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৯৭

খেল মন খেলারু ভাবিয়ে শ্রীগুরু
সামাল সামাল বাজী সামাল সর্বদায়॥
এ দেশেতে জুয়াচুরি খেলা,
টোটকা মেরে কটকায় ফেলে রে,
মন ভোলা তাইতে বলি বারে বারে
খেলিস্‌ খুব হুঁশিয়ারে,
নয়নে নয়নে বান্ধিয়ে সদায়॥
চোরের সঙ্গে নাহি খাটে ধর্মদাড়া
হাতের অস্ত্র কভু করিস্‌নে হাতছাড়া
রাগ-অস্ত্র ধ’রে দুষ্ট দমন ক’রে
স্বদেশেতে গমন করো রে ত্বরায়॥
চোয়ানি বান্ধিয়ে খেলে যেই জনা
কাহারো যে সাধ্য সেই অঙ্গে দেয় হানা
ফকির লালন বলে, আমি তিন তের না জানি
বাজী মেরে যাওয়া ভার হল আমার॥

৪৩০

ও মন, তিন পোড়ায় তো খাঁটি হ’লে না।
না জানি আর কর্মে তোমার
কি আছে তাও বুঝলাম না॥
লোহা জব্দ কামারশালে
যে পর্যস্ত থাকে জ্বালে,
স্বভাব যায় না তা মরিলে
তেমনি মন তুই একজন॥
অনুমানে জানা গেল
চুরাশী লোকের ফের পড়িল,