পাতা:লালন-গীতিকা.djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
২৯৯

৪৩২

সোনার মান গেল রে ভাই বেঙ্গা এক পিতলের কাছে।
সাল সাল পোটুকের ফের
কোষ্টার বানাত দেশ জুড়েছে॥
বাজিল কেলির আরতি
পিছ প'লো ভাই মালীর প্রতি
ময়ূরের নৃত্য দেখে পেঁচায়
কেমন ধরতে বসে॥
শালগ্রামকে করিয়ে নোড়া
ভুতের ঘরে ঘণ্টা নাড়া
কলির তো এমনি দাড়া
আসল কাজে সব ভুল পড়েছে॥
সবাই কেনে পিতল দানা
জহুরির তো মূল হল না
লালন কয়ে গেল, জানা
চটকে জগৎ মেতেছে॥

৪৩৩

হুজুরে কার হবে রে নিকাশ দেনা।
পঞ্চজন আছে ঘরে বেড়াদার তার মোল জনা॥
ক্ষেতে জল বায় হুতাশনে
যে বস্তু যার সেই সেখানে
মিসাতা আকাশে মিশলে আকাশ
জানা গেল পঞ্চবেনা॥
মুন্‌সী মৌলবীর কাছে
জনম ভোর শুধায় এসে