এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
Woo 8 লালন-গীতিকা 88 o জীব ম’লে জীব যায় কোন সংসারে । ঈশ্বরের ঘরবাড়ি যদি হয় আসার ভুবনে ॥ রাম নারায়ণ গৌর হরি ঈশ্বর যদি গণ্য করি তারা তবে গর্ভধারী এ সংসারে হয় কেনে ॥ যারে তারে ঈশ্বর বলা বুদ্ধি নাই তার অর্ধ তোলা ঈশ্বরের হয় যম-জ্বালা ভাবে কিসে তাই মনে ॥ ত্ৰিজগতের মূলাধার সাই জন্মমৃত্যু তার কিছু নাই, সিরাজ সাই কয়, লালন রে তাই থাকে৷ সদায় ঠিক জেনে ॥ 88 S কোন কুলে যাবি মনুরায় । গুরুকুল চায় যদি কেউ লোককুল তার ছেড়তে হয় ॥ ছ কুলো ঠিক রয়না গাঙে এক কুল রয় আর কুল ভাঙ্গে, অমনি যেন সাধুসঙ্গে বেদ-বিধির কুল দূরে যায় রোজা পুজা জেতের আচার মন যদি হয় করো এবার, বে-জাতির কাজ বে-জাতির মায়াবাদীর কার্য নয় ॥