এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
লালন-গীতিকা
৩০৫
ভেবে বুঝে এককুল ধরো
দোটানায় কেন ঘুরে মরো,
সিরাজ সাঁই কয়, লালন তোরো
কু ফুরাবে কোন্ সময়॥
৪৪২
এখন আর ভাবলে কি হবে।
কৃতিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে॥
তুষেতে পাড় কেউ যদি দেয়
আর কি তাতে দানাদার হয়
মন হ’ল সেই তুষের ন্যায়
বস্তুহীন ভবে॥
কর্পূর উড়ে যায় সে যেমন
গোল মরিচ মিশায় তার কারণ
মন হ'ত গোল মরিচ তেমন
বস্তু কেন যাবে॥
কথার চিড়ে হাওয়ার দধি
ফলার দিলে নিরবধি
লালন বলে, অমনি প্রাপ্তি
কেন না পাবে॥
৪৪৩
আজব রঙ ফকিরি সাধা সোহাগিনী সাঁই।
ও তার চুড়ি সাড়ী ফকিরী ভেক কে বুঝিবে তাই॥
সর্বকেশী মুখে দাড়ি
পরনে তার চুড়ি সাড়ী
২০