পাতা:লালন-গীতিকা.djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন-গীতিকা 88☾ চিনবে তারে এমন আছে কোন ধনি ৷ নয় সে আকার নয় নিরাকার নাই ঘরখানি ॥ বেদ আগমে জানা গেলো ব্ৰহ্মা যারে হদ হ’লে৷ জীবেরো কি সাধ্য বলে। তারে চিনি ৷ কতো কতো মুনিজনা করিয়ে রে যোগ-সাধনা লীলের অন্ত কেউ পেলে না লীলে এমনি ॥ সবে বলে কিঞ্চিৎ ধ্যানী গণ্য সে হ’লো শূলপাণি লালন বলে, কবে আমি হবো তেমনি ॥ 88ぐう একবার জগন্নাথে দেখ রে যেয়ে । জাত কেমন রাখে। বঁচিয়ে । চণ্ডালে আনিলে অন্ন ব্রাহ্মণে তাই খায় চেয়ে ॥ জোলা ছিল কবীর দাস তার তোড়ানি বার মাস উটুকে উতলিয়ে সেই তোড়ানি খায় যে ধনি সেই আশে দরশন পেয়ে ৷