পাতা:লালন-গীতিকা.djvu/৩৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধন্ত প্ৰভু জগন্নাথ চায়না রে সে জাত আজাত ভক্তের অধীন সে জাত বিচারী ত্বরাচারী যারা সব দূর হয়ে ॥ জাত না গেলে পাইনে হরি কি ছার জেতের গৌরব করি, ছু সনে বলিয়ে } লালন কয়, জাত হাতে পেলে পুড়াতাম আগুন দিয়ে ॥ 88ግ উপরোধে কাজ দেখ রে ভাই ঢেকি গেলার মতো । ওরে, যায় না গেলা, গলা ফেড়ে হয় সে হত ৷ মনটা যাতে রাজী হয় প্রাণটা তাতে আপনি যায় পাথর দেখে শোলার মত আবার বেগার ঠেলা ঢেকি গেলা টাকশালে সই নাই তো ॥ মুচির চাম-কেটোতে গঙ্গা মা কোন গুণে যায় দেখ না কেউ ফুল দিলে পায় না তো মন যাতে নয় পুজলে কি হয় ফুল দিয়ে শত শত ॥ " যার মনে যা লাগে ভাই করুক করুক করুক তাই